তামিম-এবাদত-ফিজদের দারুণ প্রস্তুতি, ব্যর্থ মমিনুল

শেষ হলো বাংলাদেশ ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ব্যাট হাতে তামিম ইকবাল,

নাজমুল হোসেন শান্তদের সঙ্গে বল হাতে দারুণ প্রস্তুতি সেরেছেন এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানরা। তবে অধিনায়ত্ব ছেড়েও স্বস্তিতে নেই মমিনুল হক,

ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই।তৃতীয় ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেটে ৫৯ রান করার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৭ উইকেটে ৩১০ রানের জবাবে ক্যারিবীয় প্রেসিডেন্ট একাদশ তোলে ৮ উইকেটে ৩৫৯ রান।

বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন। ফিজ ৬ ওভারে ৩৪ রান দিয়ে এই উইকেটগুলো নেন।

এ ছাড়া রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নেন।৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ওপেনিংয়ে নেমে ৪ রান করে রান আউট হন মমিনুল হক। মাহমুদুল হাসান জয় (৯) ও মেহেদি হাসান মিরাজ (৩২) কাটিয়ে দেন দিনের বাকিটা সময়।

উল্লেখ্য যে, বাংলাদেশের প্রথম ইনিংসে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৫৪ রান।