তাসকিনকে আইপিএলে ডাকছে গম্ভীর

বাংলাদেশ ক্রিকেটে পেসারদের মধ্যে সেরার নাম কল্পনা করলে সমীকরণের বিচারে ফিজের নাম সবার প্রথমে আসবে৷

তবে সাম্প্রতিক সময়ে তাসকিনকে সেরা না মানার কোন কারন নেই৷ ক্ষিপ্রতা, গতি, বাউন্সারের সংমিশ্রণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে পেস বিভাগকে৷

নিরলস পরিশ্রমের ফল জাতীয় দলের জার্সিতে পাচ্ছে নিয়মিত৷ সাথে খুশির সংবাদ আইপিএলে খেলার হাতছানি এই বোলারের৷গতকাল ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরই ঢাকা থেকে ফোনে খবরটা পেয়েছেন তাসকিন আহমেদ।

তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলেই জানিয়েছে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একটি সূত্র।

যদিও আজকের মধ্যেই তাসকিনকে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানাতে হবে।বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা।

চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না।’বিসিবি সভাপতি নাজমুল হাসানও বাস্তবতা মেনে উদার। সাকিব আল হাসানকে যেমন গত মৌসুমে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছিল।

এবার দল পেলে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও পাওয়া যেত না এই তারকাকে। তাই তাসকিনের ছুটি পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্যটি।