তাসকিনের আইপিএল খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিসিবি সভাপতি পাপন

সিরিজের মাঝে আইপিএল তাসকিনকে আইপিএল খেলার সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের এসব বলেন তিনি।

তাসকিনের আইপিএল খেলার বিষয়ে পাপন বলেন,‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝ খানে নয়। এই সিরিজটা শেষ হয়ে গেলে.. ওর সঙ্গে যেটা কথা হয়েছে এই সিরিজের পরে ও যেতে পারে।

এছাড়া বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘এমনকি এর পরে যে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে ওইটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটা চলমান সিরিজের মাঝখান থেকে কাউকে ছাড়ার কোনো সুযোগই নেই।

ইংলিশ পেসার মার্ক উডের ইনুজুরির কারণে বাংলাদেশি পেসার তাসকিনকে আইপিএলের এবারের মৌসুমের নতুন দল লক্ষনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজির খেলার প্রস্তাত দেন। তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফোনও করেন ফ্রাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর। তবে বিসিবি আগেই জানায় আইপিএল খেলার অনুমতি দেয়া হবেনা।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর নিজের সিদ্ধান্ত পাল্টে সফরে যাওয়া তিনি। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পর তার মা,ছেলে মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এরপর বিসিবি সাকিবের দেশে ফেরার জন্য টিকিটও বুকিং করেছিল। কিন্তু সাকিব দেশ ও দলের জন্য ত্যাগ স্বীকার করে তৃতীয় ওয়ারনডে খেলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার হঠাৎ করেই মিরপুরে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের বিষয়ে বলেন,‘বেসিক্যালি সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরেই বলেছিল যে ওর পরিবারের সবাই অসুস্থ। আমি তাকে বলেছি যে ও আসতে পারে। পরিবার খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে চলে আসতে পারে।’