দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জয়ের পর টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছে টাইগাররা।
বিশেষ করে গতকাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ম্যাচের পর হার্শা ভোগলে টুইট করে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন তাসকিন বাংলাদেশের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।
এছাড়াও সাকিব যখন বাংলাদেশ দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করেন তখন বাংলাদেশ দল আরো শক্তিশালী হয় বলে জানিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় হার্শা ভোগলে বলেন, “বাংলাদেশের দারুণ ফলাফল। আশা করি, তাসকিন যেমন উন্নতি দেখিয়েছে সে তা ধরে রাখতে পারবে।
তাসকিন এবং চামিরা- দুজনেরই তাদের জাতীয় দলের বড় অংশ হওয়া উচিত। আর যখন সাকিব তিনে ব্যাটিং করে তখন বাংলাদেশ শক্তিশালী।