চলতি বছরের অক্টোবর মাসেই মাঠে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর।
বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ড সফর নিশ্চিত ছিল আগে থেকেই , তবে সেখানে তৃতীয় দল হিসেবে যোগ দেয়ার কথা ছিল পাকিস্তানের।
টি ২০ বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যকে আরেকবার জ্বালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান বোর্ডের প্রধান কর্তা রমিজ রাজা। আসন্ন বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়াতে, সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজন হচ্ছে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে এর সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে ছিল এই ত্রিদেশীয় সিরিজ খেলার ভবিষ্যৎ, তবে অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজা জানিয়েছেন তারা সিরিজটি খেলতে প্রস্তুত।
গত মাসে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রস্তাব পেয়ে সাথে সাথেই আগ্রহ প্রকাশ করেছিল পাকিস্তান। তবে ইংল্যান্ড জাতীয় দল কাছাকাছি সময়ে যাবে পাকিস্তান সফরে। আর তাই তৎক্ষণাৎ সবুজ সংকেত দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজা গণমধ্যমকে জানিয়েছেন,” ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি।
আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। এই সিরিজ দিয়ে দলে অবস্থান ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ৪ অক্টোবর পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। ত্রিদেশীয় এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুইবার করে মুখোমুখি হবে। অর্থাৎ ফাইনালের আগে প্রত্যেক দল ৪টি করে ম্যাচ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল খেলবে ফাইনালে। অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে সিরিজটি, যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি।