দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হল টাইগাররা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে খেলতে নামা বাংলাদেশ দল প্রথম ইনিংসে করে মাত্র ২১৭ রান। ম্যাচের তৃতীয় দিনে এসে আবারও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলে তারা দ্রুতগতিতে রান তুলতে থাকে।
৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের। বিশাল লক্ষ্যে খেলতে নেমে অবশ্য দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ধারবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
ওপেনার তামিম ইকবাল ১৩ রান করলেও জয়, শান্ত, মুমিনুলরা ছিলেন আরও ব্যর্থ। লিটন দাস ২৭ এবং মেহেদি হাসান মিরাজ ২০ রান করলেও বাকি ব্যাটাররা নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অলআউট হয়ে টাইগাররা ম্যাচ হেরেছে ৩৩২ রানের বিশাল ব্যবধানে।এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ হারের পর অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘’
দক্ষিণ আফ্রিকার মত আমরা দলগতভাবে পারফর্ম করতে পারিনি। তাদেরকে অভিনন্দন। এটা হতাশাজনক। কিন্তু আমাদেরকে এগিয়ে যেতেই হবে।‘’
দলের ব্যাটিং সম্পর্কে জানাতে গিয়ে মুমিনুল যোগ করেন, ‘’ব্যাট এবং বল দুইভাবেই পার্টননারশিপ করতে না পারার কারণেই এমনটা হয়েছে।
আমরা একপ্রান্তে চাপ তৈরি করলেও আরেক প্রান্তে সেটা সম্ভব হয়নি। শুরু থেকেই ভালো পার্টনারশিপ গড়ে তুলতে হবে।‘’
ম্যাচে কন্ডিশন বিবেচনায় পেসারদের উপর গুরুত্ব দেয়া হলেও মূলত স্পিনাররাই ম্যাচে প্রভাব বিস্তার করেছে। মুমিনুলের মত, ‘’আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে এরকম কন্ডিশনে খেলতেই হবে।
চাপ সামনে সকল পরিস্থিতিতেই মুখোমুখি হতে হবে। কোনো অজুহাত দিতে চাই না। আমাদের ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে। এখানে যেমনটা হয়েছে সেভাবে নয়। ওয়ানডে সিরিজ জয়টা আমাদের জন্য খুবই ইতিবাচক। তবে টেস্ট সিরিজটা জিততে পারিনি।‘’