দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম জয় পেলো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়েছে টাইগাররা।
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের লক্ষ ছুঁড়ে দেয় টাইগাররা।
৭ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ, যা প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর।
এর আগে, ২০১৭ সালে করেছিল ২৭৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৩১৪/৭ (৫০ ওভার) (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, ইয়াসির ৫০; মহারাজ ২/৫৬, জানসেন ২/৫৭)
দক্ষিণ আফ্রিকা – ২৪২/৯ (৪৬ ওভার) (ভেরাইনে ২১, ডাসেন ৮৬, বাভুমা ৩১, তাসকিন ৩/৩৬, শরিফুল ২/২৫)