দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে টাইগাররা এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকাতে।
মূল পর্বে মাঠে নামার আগে দুটি প্রুস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই প্রস্তুতি ম্যাচের সূচিও জানা গেছে ইতোমধ্যেই।
দক্ষিণ আফ্রিকার অচেনা কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে টাইগাররা সেখানে পাড়ি জমিয়েছে বেশ আগেভাগেই।
গ্যারি কারস্টেনের একাডেমিতে বিশেষ অনুশীলন করতেই আগেভাগে সেখানে যাওয়া টাইগারদের। ওই একাডেমিতে অনুশীলন শেষে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু করবে ওয়ানডে ম্যাচ দিয়ে।
সূচি অনুযায়ী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তবে এর আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
১৪ মার্চ প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দল পরদিন অর্থাৎ ১৫ মার্চ খেলবে ওয়ানডের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের পরদিন আনুষ্ঠানিকভাবে কোনো অনুশীলন না থাকলেও ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলন চালিয়ে নিতে পারবেন জোহানেসবার্গে।
প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজের প্রথম ওয়ানডে ১৮ মার্চ অনুষ্ঠিত হবার পর ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা প্রস্তুত হবে টেস্ট সিরিজের জন্য। অনুশীলন শেষে ডারবানে টেস্ট সিরিজের আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
ওয়ানডের মত দুইদিনের এই ম্যাচটিতেও নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে টাইগাররা খেলবে প্রস্তুতি ম্যাচটি। ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।
এক নজরে দেখে নেয়া যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি।
১৮ মার্চ : প্রথম ওয়ানডে বিকাল ৫:০০ টা
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে দুপুর ২:০০ টা
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে বিকাল ৫:০০ টা
৩১ মার্চ : প্রথম টেস্ট দুপুর ২:০০ টা
৮ এপ্রিল : দ্বিতীয় টেস্ট দুপুর ২:০০ টা