বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে আজ। বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল।
স্বাগতিকদের বিপক্ষে একদিনের এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। তবে ম্যাচ শুরুর আগে শঙ্কা দেখা দিয়েছে। জোহানেসবার্গে দেখা যেতে পারে বৃষ্টির ঝুম।
দক্ষিণ আফ্রিকায় এখন চলছে বরষার মৌসুম। যখন তখন বৃষ্টির বাগড়া দেখা মিলে সব জায়গাতেই। শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টির শঙ্কা কিছুটা থাকলেও সুখবরও রয়েছে।
কেননা জোহেনেসবার্গে বছরের এই সময়টাতে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা মিলছে দিনের সবসময়ই। আকাশে বৃষ্টির ঘনঘটা থাকলেও ম্যাচে বড় ধরনের প্রভাব পড়ার খুব বেশি শঙ্কা নেই।
অন্তত আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী ম্যাচে বৃষ্টি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না বলে জানা গেছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি থাকছে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামার পর সিরজের দ্বিতীয় ম্যাচে দুই দল মাঠে নামবে ২০ মার্চ। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দুই দল মাঠে নামবে ২৩ মার্চ।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
এক নজরে দেখে নেয়া যাক দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, সারি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।