জয়ে ফিরে আবার হার দেখল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে জয়ের পর দুই ম্যাচ হেরেছিল দলটি।
এরপর জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৬ রানে হেরেছে দলটি।
ওই হারে বড় দায় দেখা হচ্ছে দিল্লির হয়ে খেলা বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম তিন ম্যাচে দারুণ বোলিং করলেও ফিজ চতুর্থ ম্যাচে দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান। এর মধ্যে নিজের শেষ ও দলের ১৮তম ওভারে ২৮ রান খরচ করেন তিনি।
দিনেশ কার্তিক তার ওভারের ছয় বলেই মারেন বাউন্ডারি। প্রথম তিন বলে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার তিনটি চার মারেন।
পরের দুই বলে উইকেট সোজা মারেন ছক্কা। ফুল লেন্থের পরের বলে চার মারেন তিনি। তার ৩৪ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৬৬ রানে ১৮৯ রান তোলে ব্যাঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩৪ বলে ৫৫ রান।
রান তাড়া করতে নেমে দিল্লি ৭ উইকেটে ১৭৩ রান তুলতে পারে। ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ এবং ঋষভ পান্ত ১৭ বলে ৩৪ রান করে দলকে জয়ের পথে তুলে নেন।
তবে পরের ব্যাটাররা রান তুলতে না পারায় হারতে হয়েছে দিল্লির। এর মধ্যে বড় দায় অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মিশেল মার্শের।
তিনে ব্যাট করতে নামেন মার্শ। মুখোমুখি হন ২৪ বলের। কিন্তু কোন বাউন্ডারি মারতে পারেননি। সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রেও সাবলীল ছিলেন না। মার্শ করতে পারেন মাত্র ১৪ রান।
তিনি বল প্রতি রান তুললেও হয়তো ম্যাচটা জিততে পারতো দিল্লি। হারের দায় তাই শুধু মুস্তাফিজের নয় মার্শেরও। দায়টা মার্শের বেশিই নেওয়া উচিত। টি-২০তে বোলারদের মার খাওয়া নিয়মিত ঘটনা হলেও ব্যাটারদের ২৪ বলে ১৪ রান সচরাচর দেখা যায় না।