দুই ক্রিকেটারের প্রশংসায় অধিনায়ক মাহমুদুল্লাহ

লিটন দাস দেশের ক্রিকেটে সম্ভাবনাময় যেকজন খেলোয়াড় আছে তার মধ্যে সবার আগে তার নাম থাকবে।বর্তমান সময়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ক্রিকেটার।

২০২২ সালে এখন পর্যন্ত দুনিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন দাস।

তবে লিটন দাস ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে অসাধারণ খেললেও টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ভাবেই হাসছে নাহ লিটনের ব্যাট।

২০২১ সাল থেকে এখন পর্যন্ত মোট ২০ইনিংসের মধ্যে মাত্র এক ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসযেখানে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল যথাক্রমে ৯ এবং ৫।

অন্যদিকে বাংলাদেশ পেইস আক্রমণের কান্ডারি ধরা হয় যাকে তিনি হলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।তবে তার অবস্থাও টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যাচ্ছে তাই।

তার খেলা সব শেষ ১০ টি-টোয়েন্টিতে উইকেট তুলেছেন মাত্র ৫ টি।যেখানে ৬টি ম্যাচে মুস্তাফিজুর রহমান কোনো উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন।যা মোটেও মুস্তাফিজময় নয়।

দলের অন্যতম সেরা দুই খেলোয়াড়দের এমন বাজে ফর্মের কারণে অবশ্য কোনো ভাবনা নেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।তিনি জানিয়েছেন এই দুই ক্রিকেটারের পাশে আছেন তিনি এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই দুই ক্রিকেটারের এমন বাজে ফর্ম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি জানান,সম্ভবত পরিসংখ্যান ওইরকম থাকতে পারে। আমি পরিসংখ্যান ওইভাবে দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি, লিটন আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।“আপনি আপনার সেরা ব্যাটসম্যানকে অবশ্যই সমর্থন দেবেন। লিটন টেস্টে-ওয়ানডেতে খুবই ভালো ব্যাটিং করছে খুবই ধারাবাহিক ব্যাটিং করছে।

টি-টোয়েন্টিতে এখনো সেভাবে কনভার্ট করতে পারছে না। তবে সে আমাদের সেরা ব্যাটসম্যান”।“একই কথা আমি মুস্তাফিজের জন্যও বলব। ও আমাদের বেস্ট বোলার, আপনি প্রথমে বলেন, ডেথে বা মাঝে বলেন। সে সাদা বলের ক্রিকেটে ওয়ান অব দ্য বেস্ট বোলার। তাদের সমর্থন দেওয়া উচিত আমাদের। এক-দুইটা ম্যাচে এ রকম হয়। তবে আমার বিশ্বাস, মুস্তাফিজ কামব্যাক করবে।”