দুই নতুন মুখ বড় চমকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের দেখেনিন স্কোয়াড

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।

মুশফিকুর রহিম হজ পালনের জন্য ক্যারিবিয়ান সফর থেকে ছুটি নেয়ায় তাকে রাখা হয়নি কোনো ফরম্যাটের স্কোয়াডেই। তবে সাকিব আল হাসানের ছুটি নেয়ার গুঞ্জন চলছিল। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সাকিব আল হাসানকেও রাখা হয়েছে তিন ফরম্যাটের স্কোয়াডেই।

অন্যদিকে ডিপিএলে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাচ্ছেন এনামুল হক বিজয় এমনটা বেশ আগেই জানা গিয়েছিল, হয়েছেও তাই। রঙিন পোশাকের দুই ফরম্যাটের স্কোয়াডেই রাখা হয়েছে বিজয়কে।

এছাড়া মুস্তাফিজুর রহমানকে টেস্ট স্কোয়াডে রাখা নিয়ে জোর আলোচনা চলছিল। সাদা পোশাকের ক্রিকেটেও ফিরেছেন মুস্তাফিজ। আরেক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।

এক নজরে দেখে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দলের তিন ফরম্যাটের স্কোয়াড।

টেস্ট: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী,

তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত,

কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।