দেখেনিন পাঞ্জাবের বিপক্ষে আগামীকাল যখন মাঠে নামছে দিল্লী ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালসের বিপদ যেন কিছুতেই কাটছে না। দলটিতে কোভিড হানা দেয়ার পর ইতোমধ্যেই আইসোলেশনে রয়েছে গোটা টিম।

তবে সব শঙ্কা কাটিয়ে আবারও নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামতে পারে পাঞ্জাব কিংসের বিপক্ষে।দিল্লী ক্যাপিটালসের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছিল দলটির ক্রিকেটার মিচেল মার্শ কোভিড পজিটিভ হয়েছেন।

এছাড়া এক কোচিং স্টাফও কোভিড পজিটিভ হওয়াতে ম্যাচ পিছিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে আক্রান্তদের সার্বক্ষনিক দেখাশোনা করছে মেডিকেল টিম এমনটাও জানানো হয়েছিল।

সবকিছু ঠিক থাকলে হয়ত মুম্বাইর ব্রাবুরনে স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। তবে বর্তমান কোভিড অবস্থা দেখে নতুন সিদ্ধন্ত নিতে যাচ্ছে আইপিএল আয়োজকরা।

এই ম্যাচটি আয়োজিত হতে যাচ্ছে পুনেতে। মূলত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ভেন্যু পরিবর্তনের পথে হেটেছে আয়োজকরা।আরটি পিসিআর টেস্টে আবারও আগামীকাল (২০ এপ্রিল) সকালে দিল্লী ক্যাপিটালসের সবাই কোভিড নেগেটিভ হয় তাহলেই আগামীকাল নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়াবে।

মুম্বাইয়ের পরিবর্তে পুনেতে ম্যাচ আয়োজনের কারণ হিসেবে অবশ্য এখন পর্যন্ত জানা গেছে আগামী ২২ এপ্রিল পুনেতেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে দিল্লী।

তাই পরিস্থিত বিবেচনায় বাড়তি ভ্রমণ থেকে রক্ষা পেতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আয়োজকার। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দিল্লী ক্যাপিটালস।

দিল্লী ক্যাপ্টালস এখন পর্যন্ত খেলেছে পাঁচটি ম্যাচ। যেখানে দুই ম্যাচে জয় ও তিন ম্যাচে হারের কারণে তাদের নামের পাশে রয়েছে মাত্র ৪ পয়েন্ট।

পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান আট নম্বরে। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে উপরে উঠে যাওয়ার সুযোগও রয়েছে মুস্তাফিজের দলের। তবে এই ম্যাচে মিচেল মার্শের সার্ভিস পাবে না দিল্লী ক্যাপিটালস।পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দিল্লী ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রাত ৮টায়।