‘দেশে অভিজ্ঞতার দাম নেই’ জানিয়ে অবসর না নেওয়ার ঘোষণা মুশফিকের

জাতীয় দলের কোনো ফরম্যাট থেকে অবসরের ভাবনা নেই বলে জানিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও তিন ফরম্যাটে নিয়মিত খেলে যেতে চান, জানিয়েছেন মুশফিক।

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও একপ্রকার বিদায় বলেই দিয়েছেন।

সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে নিয়মিত তিন ফরম্যাটে খেলছেন শুধু মুশফিকই।ধীরে ধীরে সিনিয়রদের আড়ালে চলে যাওয়ার মিছিলে মুশফিকও যোগ দেবেন, এমন ধারণা ছিল অনেকের।

তবে মুশফিক নিশ্চিত করলেন, কোনো ফরম্যাটে অবসরের কোনো ভাবনা নেই তার।তিনি বলেন, ‘না ভাই, আমার আপাতত এমন কোনো ভাবনা নেই।

আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যতগুলো ম্যাচ খেলার সুযোগ আসবে এবং তারা আমাকে যেভাবে চাইবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা ধরে রাখার।’

যদিও সম্প্রতি বোর্ড থেকে সিনিয়রদের ফরম্যাট বেছে খেলার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছিল। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, মুশফিক নিজ থেকেই যেন জানিয়ে দেন তার ‘সিদ্ধান্ত’।

এতসব আলোচনায় নাখোশ মুশফিক বললেন, বাংলাদেশে অভিজ্ঞতার কোনো মূল্য নেই।তিনি বলেন, ‘চাওয়া-পাওয়ার তো তেমন কিছু নেই সত্যি বলতে।

আমার মনে হয় বাংলাদেশে অভিজ্ঞতার কোনো দাম নেই। সেখানে আমি মনে করি ১৭ বছর যে খেলেছি, আলহামদুলিল্লাহ। এতটুকু যে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সামনে আল্লাহ যতটুকু রেখেছেন, উনি লিখেই রেখেছেন। ইনশাআল্লাহ এতটুকু যেন ভালোভাবে খেলতে পারি।’