স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলেনি সাকিব আল হাসান।
কিন্তু তাকে যে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিব আফ্রিকা সফরে যাওয়ার পর জানতে পারেন- তার মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বোর্ড (বিসিবি) তখনই তাকে দেশে ফেরার সুযোগ করে দেয়। তবে সাকিব ওয়ানডে সিরিজ এর জন্য আর যায়নি, বুকে পাথর চেপে রেখে সিরিজ জেতা ঐতিহাসিক ম্যাচেও মাঠে নামেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ঐতিহাসিক জয়সূচক রান। পরে ওয়ানডে সিরিজ এর দেশে ফেরেন।
পরিবারের সদস্যরা সেরে উঠলে দ্বিতীয় টেস্ট খেলতে আবারও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা থাকলেও যেতে পারবেন না সাকিব।
কারন পারিবারিক সংকট পুরোপুরি কেটে গেলেও, সাকিবের শাশুড়ি এখন আক্রান্ত ক্যান্সারে। পারিবারিক কাজে তাই সাকিবকে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে।
এ কারণে দ্বিতীয় টেস্টেও অংশ নেওয়া হচ্ছে না সাকিব আল হাসান।বিষয়টি নিশ্চিত করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস- তিনি বলেন, ‘সাকিবকে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না।
তিনি পারিবারিক কারণে ও যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে। আমরা তাই এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
সাকিব না থাকায় প্রথম টেস্টে একাদশ সাজাতে অনেক ভাবতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচেও সাকিবকে ছাড়া কঠিন প্ল্যানে ম্যাচ সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে।