নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে যা বললেন মুশফিক ও মাশরাফি

নতুন অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন,“যখন মেধাবীরা কঠোর পরিশ্রম করতে চায় না, তখন মেধার চেয়ে কঠোর পরিশ্রম ভালো।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় কাজী নুরুল হাসান সোহানকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা রইলো।”

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম লিখেছেন, “জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার জন্য সোহানকে অভিনন্দন।

তরুণ দলের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দল আসন্ন সিরিজে ভালো করবে ইনশাআল্লাহ।”