নতুন নতুন চমক দিয়ে ৩ পরিবর্তন নিয়ে ২০২২ টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ যেনো বাংলাদেশের জন্য এক হতাশার নাম। প্রতিটি বিশ্বকাপের আসরে অংশ নিলেও এখনো পর্যন্ত বাংলাদেশের নেই কোন বিশ্বকাপের শিরোপা অর্জন,

এটা তো আকাশ কুসুম কল্পনা, কেননা টাইগাররা কখনোই খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও!তবে বাংলাদেশ দল আশাবাদী এবারের বিশ্বকাপে সাফল্যের দেখা পাবে টাইগাররা।

বিশ্বকাপের আগেই টি২০ ক্যারিয়ারকে না বলে দিয়েছেন তামিম ইকবাল।একনজরে দেখেনেয়া যাক কেমন হতে পারে আসন্ন টি২০ বিশ্বকাপে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ-ওপেনিং এর দিকে নজর দিলে লিটন দাসের জায়গা নিশ্চিত।

বাকি দুজন ওপেনার হয়তো হতে পারে দলের সঙ্গে এনামুল হক বিজয় এবং মুনিম শাহরিয়ার। তিন নাম্বার পজিশনটা হয়তোবা বরাদ্দ থাকবে সাকিব আল হাসানের জন্য।

মুশফিককে নিয়ে অনেক কানাঘুষা চললেও দলে তার গুরুত্ব কতটুকু সেটা হয়তো তার অনুপস্থিতিতে টের পেয়েছে বাংলাদেশ, তাই স্কোয়াডে থাকা তারও নিশ্চিত।

দলের অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের থেকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া বাকি ব্যাটসম্যান গুলো হতে পারেন আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অস্ট্রেলিয়ার বড় স্টেডিয়াম গুলো বেশ বড়, সেখানে সাইফ উদ্দিন হতে পারে বাংলাদেশের অন্যতম বড় ট্রাম্প কার্ড। যেহেতু অস্ট্রেলিয়ার পিচগুলো হবে পেস বান্ধব সেক্ষেত্রে হয়তো তাই স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে থাকতে পারেন নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

পেস বোলার হিসেবে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সামনে যেহেতু লম্বা সময় পরে আছে তাই পরিবর্তন আসতে পারে বেশ কিছু। তবে স্কোয়াড এরকম টা হওয়ার সম্ভবনাই অনেক বেশি আছে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ।