দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে সফরকারী শ্রীলঙ্কার। সাগরিকায় এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
লঙ্কানদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামা দুই ব্যাটার ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুনারত্নে ওপেনিং জুটি খুব বেশি বড় করতে পারেনি।
দিনের শুরুতেই রিভিউ হারানো বাংলাদেশ দল প্রথম উইকেটের দেখা পায় অষ্টম ওভারের মাথায়। ওপেনার দিমুথ করুনারত্নে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরে যান নাইম হাসানের শিকারে পরিনত হয়ে।
প্রথম সেশনে টাইগারদের দ্বিতীয় সাফল্যও আসে নাইমের হাত ধরেই। ২২তম ওভারে বল করতে আসা নাইম নিজের দ্বিতীয় শিকারে পরিনত করেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে।
দলীয় ৬৬ রানের মাথায় ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচে পরিণত করে সাজঘরে ফিরিয়ে দেন নাইম।দুই উইকেট হারানো শ্রীলঙ্কা দলের হয়ে হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কুশল মেন্ডিস।
এই দুই ব্যাটারই দেখেশুনে তুলে নেন অর্ধশতক। তবে নিজের অর্ধশতককে শতকে পূরণ করার আগেই সাজঘরের পথ ধরেন কুশল মেন্ডিস।
দলীয় ১৫৮ রানের মাথায় কুশল মেন্ডিস শিকার হন আরেক স্পিনার তাইজুল ইসলাম নিজের প্রথম উইকেটের দেখা পান মেন্ডিসকে প্যাভিলিয়নের পথ ধরিয়ে।
ব্যক্তিগত ৫৪ রানে নাইম হাসানের হাতে ক্যাচ দেন মেন্ডিস।দিনের তৃতীয় সেশনের শুরুর দিকে সফলতার দেখা পান সাকিব আল হাসান।
চতুর্থ ব্যাটার হিসেবে সাকিব সাজঘরে ফেরত পাঠিয়ে দেন ধনঞ্জয়া ডি সিলভাকে। ২৭ বল মোকাবেলা সিলভা করেন মাত্র ৬ রান।
প্রথম দিনে আর কোনো উইকেটের দেখা না পেলে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৫৮ রান ক্রিজে শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই ব্যাটার অপরাজিত আছেন ১১৪ রান নিয়ে। তার সাথে আরেক অপরাজিত ব্যাটার দীনেশ চান্দিমাল রয়েছেন ৩৪ রান নিয়ে।