বাংলাদেশ টেস্ট দল লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে প্রায় সাড়ে পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে। চট্টগ্রামের সাগরিকা পাড়ের স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এদিকে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ টেস্ট দলের সকালের শুরুটা হয়েছে রিভিউয়ে ব্যর্থ দিয়ে। পেসার শরিফুল ইসলামের বল সরাসরি আঘাত হানে ওশাদা ফার্নান্দোর প্যাডে।বাংলাদেশ দলের সকল খেলোয়াড় সম স্বরে আবেদন জানালে তাতে সাড়া দেননি আম্পায়ার।
স্বাগতিকরা রিভিউ নিলে বল ট্র্যাকিংয়ে দেখা যায় শরিফুলের বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে। তাতে দিনের প্রথম রিভিউয়েই ব্যর্থ হয় টাইগাররা।বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা শ্রীলঙ্কাও ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিতভাবে শুরু করতে পারেনি।
দলীয় ২৩ রানের মাথায় নিজেদের প্রথম উইকেট হারায় লঙ্কানরা।১৫ মাস পর দলে ফিরে প্রথম বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন নাঈম হাসান। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন দিমুথ করুনারত্নে।
এদিকে নাঈমের ভেতরে ঢোকা বল কাট করলেও তা ব্যাটে লাগার আগে করুনারত্নের প্যাড ছুঁয়ে যায়। তাতে ৯ রানে সাজঘরে ফেরেন দারুণ ফর্মে থাকা লঙ্কান অধিনায়ক।করুনারত্নে ফিরলেও থিতু হয়ে গিয়েছিলেন ফার্নান্দো।
তবে ফার্নান্দোকে ফিরিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।নাঈমের অফ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড হয়েছেন ফার্নান্দো। ৭৬ বলে ৩৬ রান করা ডানহাতি এই ব্যাটার ফিরলে ভাঙে কুশল মেন্ডিসের সঙ্গে জমে ওঠা ৪৩ রানের জুটি।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে মেন্ডিস যখন প্রতিরোধ গড়ার চেষ্টায় তখন আরও একটি রিভিউয়ে ব্যর্থ হয় বাংলাদেশ।শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল হুট করে ভেতরে ঢুকে ম্যাথুসের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ইম্প্যাক্ট অফ স্ট্যাম্পের বাইরে থাকায় বেঁচে যান ম্যাথুস, আর রিভিউ হারায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় সেশনের পুরোটা সময় দাপট দেখিয়েছেন ম্যাথুস ও মেন্ডিস। দলের বিপর্যয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা মেন্ডিস এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন ৯৩ বলে। মেন্ডিসের হাফ সেঞ্চুরির পর রিভিউ নিয়ে বেঁচেছেন ম্যাথুস। তাইজুল ইসলামের বলে ম্যাথুসকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন আম্পায়ার।
তবে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।চা বিরতিতে যাওয়ার আগে ১১১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। দ্বিতীয় সেশনে ম্যাথুস ও মেন্ডিসের দাপটে কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। দিনের দ্বিতীয় সেশনে উইকেটশূন্য থাকলেও চা বিরতি থেকে ফিরেই বাংলাদেশকে উইকেট এনে দেন তাইজুল।
চা বিরতি থেকে ফেরার প্রথম বলেই তাইজুলকে উইকেট দিয়ে ফেরেন হাফ সেঞ্চুরিয়ান মেন্ডিস। বাঁহাতি এই স্পিনারের শর্ট ডেলিভারিতে মিড উইকেটে থাকা নাঈমের ক্যাচ দিয়ে ৫৪ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার।হাফ সেঞ্চুরির পর জীবন পেয়েছেন ম্যাথুস।
তাইজুলের টসড আপ ডেলিভারিতে এজ হয়ে বল স্লিপে যায়। তবে সেটা লুফে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। পরের ওভারে সাকিব আল হাসানের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান জয়।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা- ১৮৩/৪ (৬৬ ওভার) (ম্যাথুস ৭৩*, মেন্ডিস ৫৪, ফার্নান্দো ৩৬, নাঈম ২/৫৪, তাইজুল ১/৩৫)