নাটকীয়তায় শেষ হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখেনিন ফলাফল

ড্র হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল ব্যাটিং করে লিড নিলেও পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়নি টাইগাররা।

টস জিতে প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা প্রথম দিন গোটা সময় ব্যাটিং করে। যেখানে সেঞ্চুরি হাঁকান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এছাড়া অর্ধশতক হাঁকান কুশল মেন্ডিস। দ্বিতীয় দিনে এসে দীনেশ চান্দিমাল ৬৬ রানের ইনিংস খেললেও ১৯৯ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন ম্যাথিউস। প্রথম ইনিংসে লঙ্কানরা থামে ৩৯৭ রানে।

বল হাতে প্রথম ইনিংসে নাইম হাসান ৬টি, সাকিব ৩টি এবং তাইজুল ইসলাম নেন ১টি উইকেট।

জবাবে খেলতে নামা বাংলাদেশ দল দুর্দান্ত শুরু পায় মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের ব্যাটে। ৫৮ রান করে জয় সাজঘরে ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ১৩৩ রান করে হাতে টান পড়লে শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম।

তার বিদায়ের পর অবশ্য মুশফিকুর রহিম এবং লিটন দাস আবারও বড় জুটি গড়েন। ৮৮ রান করে মাত্র ১২ রানের জন্য লিটন দাস শতক বঞ্চিত হলেও মুশফিকুর রহিম ধৈর্য্যের পরীক্ষা দিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক। মুশফিক শেষ পর্যন্ত আউট হন ১০৫ রান করে। প্রথম ইনিংসে টাইগাররা করেছিল ৪৬৫ রান। যেখানে লিড ছিল ৬৮ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষ বেলা ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ দিনে এসে দেখেশুনে খেলতে থাকা শ্রীলঙ্কা দলের হয়ে ৫২ রানের ইনিংস খেলেন দিমুথ করুনারত্নে।

পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার দ্রুত উইকেট তুলে নিতে থাকলে শেষ সেশনে হাল ধরেন দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা।

৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দল ২৬০ রান করলে শেষ পর্যন্ত দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে বল হাতে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৪টি এবং ১টি উইকেট নেন সাকিব আল হাসান।