নিজেদের মাটিতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সম্মত হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

বড় দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে থাকে বাংলাদেশ।

কিন্তু অন্য দলগুলি তুলনায় ভারত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ থাকেনা টাইগারদের।

এই দলগুলির সাথে দ্বিপাক্ষিক সিরিজ মানে বাংলাদেশের মিনি বিশ্বকাপ। তার কারণ প্রায় চার বছর পর পর তাদের বিপক্ষে একটি সিরিজ থাকে বাংলাদেশের। তারপর আবার দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পায় না বাংলাদেশ।

২০২৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ খেলার সূচি নেই বাংলাদেশের। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট থাকলেও ফিরতি সফর ছিল না। পাকিস্তান, ভারতের বিপক্ষেও সিরিজ মাত্র ২টি করে।

তবে নতুন এফটিপিতে বড় দলগুলোর সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তিনি। আইসিসির সভা শেষে দেশে ফিরে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,

“আমরা আশাবাদী, ম্যাচ আয়োজনের ব্যাপারে যোগাযোগ হচ্ছে। এই বিষয়টি (বড় বড় দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজন) সমাধানের জন্য আমরা বোর্ডগুলোর সাথে কথা বলেছি। ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরবর্তীতে এফটিপিতে এর কিছু প্রভাব পড়বে।”

নতুন এফটিপিতেও ম্যাচ বাড়বে এমন আশার কথা শুনিয়েছেন প্রধান নির্বাহী, “এফটিপি নিয়ে কয়েকটি আলাদা সেশন ছিল। সেখানে সব দেশের অপারেশনাল ডিপার্টমেন্টগুলো কাজ করেছে।

একটা স্ট্রাকচারে দাঁড়িয়েছে। এফটিপি একটা চলমান প্রক্রিয়া। এটা শেষ হতে আরও সময় লাগবে। অন্যান্য সদস্য দেশগুলোর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে”।

“আশা করছি ভালো কিছু থাকবে বাংলাদেশের জন্য। সব দেশের কাজ যখন শেষ হবে তখন আইসিসি হয়তো তাদের সাইটে আপলোড করবে। এখন পর্যন্ত কাজ চলছে। আমরা এখনও বলছি না কতগুলো ম্যাচ খেলছি বা কার কার সাথে খেলা আছে।”