খরস্রোতা পদ্মার বুক চিরে হয়েছে সেতু। নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে দুই যুগের বোনা স্বপ্নজয়ের আনন্দে মেতেছে বাংলাদেশ। স্বপ্নযাত্রার লড়াইয়ে মূল কারিগর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও আজ উদ্বেলিত। একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেছেন গর্বের এ সেতু।
দেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কাছে প্রমত্তা পদ্মা নতজানু হয়ে আজ অভিবাদন জানিয়েছে। আর পদ্মার দামাল বাতাসও হার মেনেছে এই মমতাময়ী মায়ের কাছে।
সেই মাতৃত্বের মধুর ও বিরল মুহূর্তটিও ধরা পড়লো পদ্মা সেতুর ওপর যখন মা মেয়ে পাশাপাশি হাঁটছিলেন। পদ্মার প্রবল বাতাস তখন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের চুল এলোমেলো করছিল। শত ব্যস্ততার মাঝেও মা শেখ হাসিনার নজর এড়ায়নি। একেই বলে মা। তিনি নিজের মাথা থেকে ক্লিপ খুলে মেয়েকে দিলেন চুল সামলাতে। বাতাস পারল না আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মধুর ক্ষণটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর নিচে একজন ফেসবুক ব্যবহারকারী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ আহা!! কী মধুর এই ক্ষণ। মা তো মা’ই হয়। এতো বড় একটা দায়িত্বের ক্ষণেও মেয়ের চুলের দিকে তার নজর এড়ায়নি।
ছবি তুলতে সমস্যা হচ্ছে তাই মাথা থেকে ক্লিপ খুলে মেয়েকে দিলেন বাতাসের হাত থেকে চুল বাঁচানোর জন্য। এমন কেন আপনি প্রধানমন্ত্রী? এতো ভালো না হলেই কি নয়? চোখের কোণ ভিজে গেলো।’ তিনি ভিডিওটি যিনি প্রকাশ করেছেন, তার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মা-মেয়ের এমন দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। কেউ কেউ লিখছে ঐতিহাসিক দিনের সেরা মুহূর্ত। এর আগেও উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে একমাত্র মেয়ে পুতুলের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তুললেন মা শেখ হাসিনা।