পিছু ছাড়ছে না বৃষ্টি, পেছালো ম্যাচ শুরুর সময়

নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে তাই বিলম্বে। বৃষ্টিতে মাঠ ভেজায় থাকায় টসে বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আম্পায়াররা আবারো মাঠ পর্যবেক্ষণ করবেন।আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ শেষে আউটফিল্ড ম্যাচের জন্য উপযুক্ত মনে করলে তবেই তারা ম্যাচ শুরুর সময় জানাবেন দুই অধিনায়ককে।

তবে তার আগে পুনরায় বৃষ্টি শুরু হলে আরো পেছাতে পারে ম্যাচ।বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।

সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। তবে বৃষ্টি এই মুহূর্তে থেমেছে। গ্রাউন্ডস কর্মীরা উইকেটের কাভার সরিয়ে নিয়েছেন। ম্যাচ শুরুর প্রস্তুুতি নেওয়া হচ্ছে।

গ্রাউন্ডস কর্মীরা মাঠের পানি শুকানো ও মাঠ প্রস্তুুতের কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে নির্ধারিত সময়েই শুরু হতে পারে ম্যাচটি।

বাংলাদেশ দলের এবারের উইন্ডিজ সফরে বৃষ্টি বেশ ভোগান্তি পোহাচ্ছে।সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। বাকী ম্যাচগুলো বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে গড়িয়েছিলো।

বিলম্বে শুরু হয়ে ছিলো। ওয়ানডে সিরিজের আগে টিমতো অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। বেরসিক বৃষ্টিতে ভেসে যায় অনুশীলন পর্বও।

এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বৃষ্টির শঙ্কা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা‍য় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে,

পুরো দিনই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে।তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি আজ। দ্বিতীয় ম্যাচটি ১৩ জুলাই ও তৃতীয় ম্যাচটি ১৬ জুলাই অনুষ্টিত হবে গায়ানায়। এর আগে বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে। তিন ম্যাচের টি-২০ সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে।