‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমা’র জন্য চলে গেলাম আল্লাহর কাছে’

প্রে’মিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেছেন সাজিদুল ই’স’লা’ম সাজিদ নামে এক যুবক।

শনিবার সকালে রংপুর নগরীর মধ্য ঘাঘটপাড়া এলাকার থেকে তার ম’রদেহ উ’দ্ধা’র করে পু’লিশ। ১৯ বছর বয়সী সাজিদ একই এলাকার রবিউল ই’স’লা’মের ছে’লে। তিনি রংপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তাজহাট থা’নার ওসি নাজমুল কাদের জানান, সম্প্রতি সাজিদের প্রে’মিকার অন্যত্র বিয়ে হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে ওঠার জন্য সাজিদকে ডা’কাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন সাজিদ।

ভোর ৪টার দিকে সাজিদ নিজের ফেসবুকে লিখেন, ‘এ পৃথিবীটা না অনেক বড় সুন্দর, শুধু তোমা’র জন্য চলে গেলাম আল্লাহর কাছে। খা’রা’প হওয়া ঠিক দুনিয়াটা যত বড়, তোমাকে ওতটাই ভালোবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা। বিয়ে করে আমাকে একটা বার জানাইলা না। কি এমন দোষ করেছিলাম, এত বড় শা’স্তি দিলা, ভাল থাকো। আল্লাহ হাফেজ।’

এর আগে, ১৯ জুলাই ফেসবুকে লেখেন, ‘তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। তুমি চলে গেছো ৫ দিন হয়ে গেল কিন্তু এখনো বিশ্বা’স হচ্ছে না।’

ওসি জানান, প্রে’মিকার বিয়ে হওয়ায় সাজিদ আত্মহ’ত্যা করেছেন। এ ঘটনায় থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’ম’লা হয়েছে। কোনো অ’ভিযোগ না থাকায় ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।