ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ গায়ানায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে কোন ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা।তাই এই ম্যাচে জয়ের সন্ধানে মাঠে নামবে তামিম বাহিনী।
যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণশক্তির দল পাচ্ছে না তামিম ইকবাল। ছুটি নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র চলে গিয়েছেন দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়াও দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়াও পিঠের ব্যথায় উইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী।
একাদশে তাই ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে।তিনে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। চারে নাজমুল হোসেন শান্ত ও পাঁচে আফিফকে দেখা যেতে পারে।
ছয়ে মাহমুদউল্লাহ কিংবা মোসাদ্দেক আসবেন। এরপর নুরুল হাসান ও মেহেদী হাসান। ৩ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম থাকবেন একাদশে।
আজকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত/মাহমুদুল্লাহ রিয়াদ, নূরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।