মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালস এবারের আসরে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। কোভিডে জর্জরিত দলটিতে একাধিক ক্রিকেটার আক্রান্ত হওয়ার সাথে হেড কোচ রিকি পন্টিংও রয়েছেন আক্রান্তের তালিকায়।
দলের দুই বিদেশি ক্রিকেটার টিম শেফার্ট এবং মিচেল মার্শ কোভিডে আক্রান্ত হবার কারনে বিকল্প ক্রিকেটারদের নিয়েই ঘাটতি পোষাতে হচ্ছে দিল্লীর।
এছাড়া এখন পর্যন্ত নিজেদের সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় পাওয়াতে মাত্র ৬ পয়েন্ট নিয়ে দিল্লীর অবস্থান টেবিলের সাত নম্বরে।
প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে তাই দিল্লীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামীকালকের (২৮ এপ্রিল) ম্যাচ। যেখানে তারা মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
কলকাতার বিপক্ষে ম্যাচের জন্য কেমন একাদশ সাজাতে পারে দিল্লী ক্যাপিটালস তা এবার দেখে নেয়া যাক।ব্যাটিং বিভাগে বরাবরের মত ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ’কে।
অধিনায়ক রিশাব পান্তের সাথে গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা রভম্যান পাওয়েলও থাকতে পারের দলের অন্যতম ভরসার নাম হয়েই।ললিত যাদব কিংবা অক্ষর প্যাটেল শেষ সময়ে ম্যাচ ফিনিশিংয়ের কাজটা যে বেশ পাকাভাবেই করেন তার প্রমাণ মিলেছে একাধিক ম্যাচে।
তাই কলকাতার বিপক্ষে ম্যাচে শেষের দিকে ব্যাটিং বিভাগের ভরসা থাকতে পারেন তারা।অন্যদিকে বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সাথে কুলদিপ যাদব রয়েছেন আস্থার জায়গা জুড়ে।
এখন পর্যন্ত দিল্লীর হয়ে এক ম্যাচেও মাঠে নামা হয়নি তরুণ পেসার চেতন সাকারিয়ার। তাই খলিল আহমেদকে বিশ্রাম দিয়ে এই ম্যাচেই মূল একাদশে অন্তর্ভুক্তি হতে পারে সাকারিয়ার।
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লী ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৮ এপ্রিল) রাত ৮টায়।এক নজরে দেখে নেয়া যাক কলকাতার বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিশাব পান্ত, রভম্যান পাওয়েল, শরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান এবং চেতন সাকারিয়া।