ফেসবুক ও স্ন্যাপচ্যাট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ধরন ভবিষ্যতে টিকট’কের মতো হবে। এ ব্যাপারে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল বলেছেন, অ্যাপে বন্ধু তালিকায় থাকা লোকজনের স্টোরি দেখার পেছনে মানুষ খুব বেশি সময় ব্যয় করছে না।
স্ন্যাপচ্যাটের স্পটলাইটের ভিডিওগুলোতেই বেশি সময় দিচ্ছে তারা। স্পটলাইটে যেকোনো মানুষের পোস্ট করা ভাই’রাল ভিডিও থাকে, ঠিক টিকট’কের মতোই।
স্পিগেল আরও বলেন, ‘মহামা’রি জুড়ে আম’রা যে প্রবণতা লক্ষ্য করেছি, এটি তারই ধারাবাহিকতা। প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীদের স্টোরি পোস্ট করা ও দেখা মহামা’রির আগের সময়ের পর্যায়ে ফিরে আসেনি।’
কনটেন্ট সেকশনে পরিবর্তনগুলো ঠিক কেমন হবে, তা এখনো বিশদভাবে জানায়নি স্ন্যাপচ্যাট। তবে এটি টিকট’কের মতো দেখতে হতে পারে, সেটা ভেবে নেওয়া যেতে যেতে পারে।
এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মা’র্ক জাকারবার্গও টিকট’ককে নিজেদের জন্য হু’মকি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘মানুষের কাছে সময় কা’টানোর জন্য অনেক সুযোগ আছে। আর টিকট’কের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।’
স্ন্যাপচ্যাটের ব্যবসা এখনো ভালো চললেও সম্প্রতি মেটার বাজারমূল্য কমেছে ২০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ২০২০ সালের আগস্টে বাজারে আসা টিকট’কের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফলে ফেসবুক ও স্নাপচ্যাট টিকট’ককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। ভবিষ্যতে টিকট’কের সঙ্গে তাল মিলিয়েই হয়তো চলতে দেখা যাবে ফেসবুক-স্ন্যাপচ্যাট’কে। সূত্র : দ্য ভা’র্জ/ বিজনেস ইনসাইডার