বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘বন্যা মোকাবেলার জন্য যে সক্ষমতা থাকা দরকার, তা এই সরকারের নেই। তারা গত এক যুগেও ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে সফলতা দেখাতে পারেনি। আমাদের বহুদিন ধরে তিস্তার পানিচুক্তির মুলা দেখানো হচ্ছে।’
আজ শনিবার রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বন্যাপ্লাবিত এলাকাগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং এসব অঞ্চলে অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হোক।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সরকার এতটাই প্রতিহিংসাপরায়ণ যে, খালেদা জিয়া যাতে সুস্থ হতে না পারেন, তিনি যাতে রাজনীতি করতে না পারেন, তাঁকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না।’
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সরকার একটা ‘নতুন গান’ শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘তারা (সরকার) নতুন একটা গান শুরু করেছে। গানটা কী? বাংলাদেশে এই যে পদ্মা সেতু উদ্বোধন হবে, সেখানে নাকি একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’ বিষয়টি জাতির সামনে পরিষ্কার করতে সরকারকে আহ্বান জানান তিনি।
সময়ের কণ্ঠস্বর