বরফে ডুবে ধ্যান করলেন বিদ্যুৎ!

বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। গত বছর গুগলে বিশ্বসেরা মার্শাল আর্টিস্টদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। এবার মার্শাল আর্টের অনন্য নজির দেখালেন এ অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছেন বিদ্যুৎ। সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্যে ডুবে ধ্যান করছেন তিনি। এক-দুই মিনিট নয়, প্রায় ৩ ঘন্টা ধ্যানমগ্ন ছিলেন এ অভিনেতা।

ক্যাপশনে লিখেছেন, ‘কল্পতরু বলতেন- তোমার মধ্যে একজন যোগী রয়েছেন, যিনি জাগার অপেক্ষায় রয়েছেন।’

এ প্রসঙ্গে বিদ্যুৎ জানান, ‘একজন মার্শাল আর্টের শিল্পীকে প্রতিদিন নিজের শরীর নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়। প্রতিদিন নতুন কিছুর সঙ্গে শরীরকে সইয়ে নেওয়া উচিত। বরফে ডুবে ধ্যান তারই একটা অংশ।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের বিভিন্ন স্টান্টের ছবি ও ভিডিও শেয়ার করেন বিদ্যুৎ। আগামী ৮ জুলাই মুক্তি পাবে তার অভিনীত ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা’। আপাতত এই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিদ্যুৎ।