বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে দিল্লী একাদশে কপাল খুলতে পারে যার

মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই এবারের আসরে এখন পর্যন্ত।

সর্বশেষ দুই ম্যাচে মুস্তাফিজকে একাদশে না রাখা দিল্লী এক ম্যাচে জিততে পারলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। ফলে প্লে অফে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে দিল্লীর জন্য।

এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলা দিল্লী ক্যাপিটালস জয়ের দেখা পেয়েছে ৫ ম্যাচে। যেখানে তাদের নামের পাশে রয়েছে ১০ পয়েন্ট। টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করা দিল্লীকে প্লে অফ খেলতে হলে নিজেদের পরবর্তী তিন ম্যাচের মধ্যে সবগুলোতে জয়লাভ করতে হবে। যেখানে আজ তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালস।

রাজস্থানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে আজ কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে দিল্লী তা এবার দেখে নেয়া যাক।

ডেভিড ওয়ার্নারের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে পৃথ্বী শ’কে। পৃথ্বী শ গত কয়েক ম্যাচ ধরেই একাদশের বাইরে থাকলেও এই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা ওয়ার্নারের সাথে বেশ কয়েকটি ম্যাচে সফল ছিলেন পৃথ্বী।

তিন নম্বরে মিচেল মার্শকে দেখা গেলে পরের পজিশনে থাকতে পারেন অধিনায়ক রিশাব পান্ত। ব্যাটিং অর্ডারে অন্যতম শক্তির যোগানদাতা রভম্যান পাওয়েলের জায়গাটাও একাদশে অনেকটা পাকাই বলা যায়।

অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ললিত যাদবরা প্রথম দিকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়াতে বাঁচা-মরার এই লড়াইয়ে তাদেরকেও একাদশে রাখা হতে পারে।

বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান গত দুই ম্যাচে মূল একাদশে ছিলেন না। তবে তার পরিবর্তে এনরিখ নরকিয়া যে খুব একটা সফল ছিলেন তাও বলা যায় না। ফলে আবারও আজকের ম্যাচে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে কাটার মাস্টারকে।

এক নজরে দেখে নেয়া যাক রাজস্থানের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লীর সম্ভাব্য সেরা একাদশ।

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ত, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।