বাংলাদেশ ক্রিকেট দলের কথা ভেবে চলতি বিশ্বকাপ সুপার লিগের সময় বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
প্রাথমিকভাবে ২০২৩ সালের ৩০ মার্চ এটি শেষ হওয়ার কথা থাকলেও, এখন বাংলাদেশের সিরিজের জন্য আরও ৪৫ দিন সময় বাড়ানো হয়েছে।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন।
মূলত বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেনো সুপার লিগে রাখা যায়, সে কারণেই বাড়ানো হয়েছে সময়।
ক্রিকবাজকে নিজামউদ্দিন বলেছেন, ‘হ্যাঁ, সুপার লিগের সময় বাড়ানো হয়েছে। বিসিবি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করেছিল এ বিষয়ে।
যাতে করে আমরা বর্ধিত সময়ের মধ্যে আয়ারল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজটি খেলতে পারি।’দুই বোর্ডের অনুরোধ রেখে বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার সময় এখন ১৫ মে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
আগামী বছরের মে মাসেই আয়ারল্যান্ডে গিয়ে কয়েক দফা পেছানো সিরিজটি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।