বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৪, ৫ ও ৬ জুন তিন ভাগে ক্যারিবীয় সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাই, দীর্ঘ এক মাস ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এইসময় স্বাগতিকদের সাথে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই সিরিজকে সামনে রেখে অবশেষে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দীর্ঘ এই সফরে রয়েছে ২টি টেস্ট, ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগা ১৬-২০ জুন।দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৪-২৮ জুন সেন্ট লুসিয়াতে।

দুটি টেস্ট ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:০০ টায়। দুই টেস্টের পর রয়েছে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডমিনিকার উইন্ডসোর পার্কে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানায়।২, ৩ এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ গুলি।

প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার জাতীয় স্টেডিয়ামে। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ গুলি। তিনটি ওয়ানডে ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে।