বিপিএলের আয় কমলেও পিএসএল এবং আইপিএলের আয় উল্টোভাবে বাড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই বছরের আইপিএলে স্পনসরশিপ বিক্রি করে প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে।
এই বছরের আইপিএলের প্রধান স্পনসর টাটা থেকে বিসিসিআই ৫00 কোটি রুপি আয় করেছে।অবসরের ফি বাবদ কোম্পানি বিসিসিআইকে 200 কোটি টাকা দেবে, যার মধ্যে প্রতি বছর ৩৩৫ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এবার বিগত বছরের রাজস্ব আয়কে ছাড়িয়ে যাচ্ছে ভারতের বোর্ড। তাছাড়া ভারতীয় মিডিয়ার মতে, রুপি ও সুইগির সাথে চুক্তি করে তারা পাচ্ছেন ৮৬ কোটি রুপি।
এদিকে প্রথমবারের মতো ৮টি প্রতিষ্ঠানকে অফিসিয়াল পার্টনার হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। এসব পার্টনারদের কাছ থেকে ভারতীয় বোর্ডের আয় ৩০০ কোটি রুপির মতো।
এর মধ্যে ড্রিম ইলেভেন ৪৮ কোটি রুপি,ইউএকাডেমী ৪৬ কোটি রুপি, ক্রেড ৪৪ কোটি রুপি দেবে বিসিসিআইকে। এছাড়া আপস্টক্স ৪২ কোটি রুপি,
রুপি ৪২ কোটি রুপি, সুইগি ৪২ কোটি রুপি, পেটিএম ২৮ কোটি রুপি সিয়েট ২৮ কোটি রুপি দিবে ভারতীয় বোর্ডকে।আয়ের ব্যাপারে বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ বলেছেন,
‘আইপিএলের যে নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটা দেখা যাচ্ছে। নতুন স্পন্সর পেয়ে আমরা খুব খুশি। মোট কত টাকা আমরা আয় করেছি সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এ বছর আমরা স্পন্সরশিপ থেকে রেকর্ড অর্থ পেয়েছি। ’