বাড়ল টসের অপেক্ষা

টেস্ট সিরিজে শেষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে থেকে ডমিনিকায় হানা দিয়েছে ‍বৃষ্টি।

অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে টস হতে বিলম্ব হচ্ছে।

এদিকে বাংলাদেশ সময় সাড়ে ১১ টায় সময় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে গেলেও সুখবর মেলেনি।

মাঠ নিয়ে সন্তুষ্ট হতে না পারায় সাড়ে ১২ টা সময় আবারও মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ)- এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,

আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ/শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।