বিজয়কে নিয়ে বড় সুখবর দিল নির্বাচক আব্দুর রাজ্জাক

জাতীয় দলের বাইরে থাকা অবহেলিত যে কয়েকজন ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন এনামুল হক বিজয়।

জাতীয় দলে জায়গা পাওয়ার পর তাকে নিয়ে সম্ভাবনার যে সূর্য উঁকি দিয়েছিল তা অস্তমিত হয়েছে জাতীয় দল থেকে একবার বাদ পড়ার পরই।

জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন বিজয়। ব্যাট হাতে পারফর্মও করে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। সর্বশেষ বিপিএলে ব্যাট হাতে নিজের অভিজ্ঞতার পরিচয় দেয়ার পর চলমান ডিপিএলেও ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন তিনি।

সেরা রান সংগ্রাহকের তালিকাতেও সবার উপরে রয়েছেন এনামুল হক বিজয়। ৯ ইনিংসে বিজয়ের ব্যাটে এসেছে ৭২৮ রান। যেখানে তার গড় প্রায় ৮১। সেই সাথে দুটি শতক ও ৫টি অর্ধশতক ছাড়ানো ইনিংসেরও দেখা মিলেছে বিজয়ের ব্যাটে।

তার এমন পারফরম্যান্সে পর সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দাবি জানিয়েছিলেন তিন ফরম্যাটের ক্রিকেটেই যেন বিজয়কে জাতীয় দলে সুযোগ দেয়া হয়। নির্বাচকদের নজরে রয়েছেন বিজয় এমন আশাও প্রকাশ করেছিলেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফির এমন কথার পর এবার বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন বিজয়কে নিয়ে আশার বাণী। ঘরোয়া ক্রিকেটে বিজয় যে পজিশনে খেলছেন সেই পজিশনে জাতীয় দলে থাকা ব্যাটার কতটুকু পারফর্ম করছেন সেদিকেও নজর দিতে হবে বলে মনে করছেন রাজ্জাক।

তিনি বলেন, ‘’বিজয় খুব ভালো সময় কাটাচ্ছে। এই প্রিমিয়ার লিগটায় ও আউটস্ট্যান্ডিং। প্রত্যেক খেলোয়াড়ই বিবেচনায় থাকার মত। সেই সঙ্গে এটাও দেখতে হয় কোন জায়গায় কখন কোন খেলোয়াড়কে নিতে হবে। বা তার জায়গায় কে কে আছে, কে কে খেলছে।‘’

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে জাতীয় দলে জায়গা মিলতে পারে এমন আভাসও দিয়ে রেখেছেন রাজ্জাক। বিজয়কে নিয়মিত দেখভাল করার কথাও জানান রাজ্জাক। তিনি যোগ করেন, ‘’আমরা চেষ্টা করব, যারা ভালো করবে তাদের সংস্পর্শে রাখার। তাতে দলের প্রয়োজন অনুযায়ী যেন যে কাউকে পাওয়া যায়।‘’