টেলিভিশনের খেলা দেখা নিয়ে এর আগে এত আলোচনা কখনো হয়নি যেটা ওয়েস্ট ইন্ডিজ সফরে হচ্ছে।
বর্তমানে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ দেখা যাবে না কোন টিভি চ্যানেলে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের এবারের সিরিজের টিভি স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’। বেশ কয়েক বছর ধরেই টিএসএমের থেকেই স্বত্ব কিনে খেলা সম্প্রচার করে আসছিল বাংলাদেশের দুই বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং টি স্পোর্টস।
কিন্তু সম্প্রতি টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’-এর সঙ্গে ওই কনসোর্টিয়ামের এক বড় ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ সিরিজের টিভি প্রচার স্বত্বটা টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের কেনা, তাই তাদের কাছ থেকে ফিড না নিলে বাংলাদেশের টিভিতে খেলা দেখানো সম্ভব নয়।
টিভি চ্যানেলের ব্যাপারে আশার কথা না জানা গেলেও, অনলাইনে খেলা দেখার ব্যবস্থা রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পুরো সিরিজটি লাইভ স্ট্রিম করার জন্য আইসিসিকে দিতে হবে মাত্র ২ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা।আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুরো তিন সিরিজ সরাসরি দেখার পাস।
সেজন্য দিতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ড দিয়ে।অনেকেই সামর্থ্য থাকলেও ক্রেডিট কার্ড না থাকার কারণে খেলা দেখতে পারবেন না। আবার অনেকেই সামর্থ্য নেই টাকা পে করে খেলা দেখার। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে কথা হয়েছে বিসিবির। বিস্তারিত আসছে…