বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা ৬ ক্রিকেটার

ইমরুল কায়েস বাংলাদেশের যেন এক অভাগা ক্রিকেটারের নাম। লীগ পর্যায়ে নিজের নামের সুবিচার করতে পারলেও জাতীয় দলে পাননি তেমন কোনো সুযোগ।

বিপিএল,ডিপিএলে অধিনায়ক হিসেবে দলকে করেছেন চ্যাম্পিয়নও। কয়েকদিন আগেই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর।

এবারের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন ইমরুল কায়েস।

দেশে সাফল্যের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন ইমরুল কায়েস। কাউন্টি মাইনর লিগে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

তবে শুধু ইমরুলকায়েসের হয় জানা গেছে তার সাথে এই ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরো বেশ কয়েকজন ক্রিকেটার।

তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।এছাড়াও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলবেন লেথুন পার্ক সিসি ক্লাবের হয়ে।

যাদের কিনা বিসিবি তেমন কোনো মূল্যায়নই করে না। বিসিবির কাছে তারা একপ্রকার অবহেলিত।ইমরুল আশরাফুল ছাড়াও এবার বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা আরও ৪ ক্রিকেটার।

তবে শুধু ইমরুল কায়েস এবং মোহাম্মদ আশরাফুল

নয় কাউন্টি ক্রিকেট লীগে বাংলাদেশ থেকে আরও খেলতে যাবেন জহুরুলর হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল জুনিয়র।