বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে সেই নতুন পানি পেয়ে বড় বড় মাছ খেলায় মেতে উঠেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!

একধরনের তরল, যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে – একেই বলে বৃষ্টি।

বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় জলের বড় উৎস। বিচিত্র জৈবব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়।

যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না। শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টির বিন্দু শুকিয়ে যায়। ভারগা নামে পরিচিত এই বৈশিষ্ট্যটি শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়।

মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত; তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়। এরা সমুদ্রের লোনা জল এবং স্বাদু জলের খাল,

বিল, হাওর, বাওর, নদী, হ্রদ, পুকুর, ডোবায় বাস করে। পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে মহাসাগরের গহীন অতল স্থানে, অর্থাৎ যেখানেই জল রয়েছে সেখানেই মাছের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। মাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা। অনেক স্থানেই মাছ চাষ করা হয়ে থাকে। এ ছাড়াও বিনোদন হিসাবে ছিপ/বড়শি দিয়ে মাছ ধরা আবার মাছকে অ্যাকুয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে। কয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে প্রচলিত।

পুকুরের মাছ রাস্তায় আসলে ব্যাপারটা দেখা যায় । ব্যাপারটা দেখা যায় অনেক অদ্ভুত । ইন্টারনেটদুনিয়া থেকে সকলেই ভিডিওটা দেখে অনেক আশ্চর্য হয়ে পড়ে ।অনেকে হয়ে পড়ে হতভম্ব ।তারা ভাবতে থাকে কীভাবে এই মাছগুলো রাস্তার ধারে এসে সাঁতার কাটছে।

ভাইরাল ভিডিওটি হচ্ছে বিদেশের একটি গ্রামের ।গ্রামের পুকুরে পানি গুলো বর্ষা হয়ে যাওয়ার ফলে পানি রাস্তায় এসে টইটুম্বুর হয়ে গেছে ।পানি আসার সাথে সাথে পুকুরের মাছ গুলো সেখানে এসে পড়েছে ।সেখানে দেখা যাচ্ছে অনেক মাছ পানি রেখে রাস্তায় সাঁতার কাটছে। যাচ্ছে রাস্তার একপাশ থেকে অন্য পাশে।সেখানে আরও দেখা যাচ্ছে মাছগুলো অদ্ভুতভাবে পানি ছাড়া রাস্তার মাঝে সাঁতার কাটছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন