ব্যাট হাতে আবারও ঝড় তুলেছেন এনামুল হক বিজয়। ডিপিএলের এবারের আসরে দারুণ ধারাবাহিক এই ব্যাটার এবার অল্পের জন্য শতক মিস করেছেন।
এরই মধ্যে ৬টি ইনিংসের ৯০ এর বেশি রানের ইনিংস খেলে ফেলেছেন বিজয়। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরিও।ডিপিএলে আজ মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে নিয়মিত দুই ওপেনার শাহাদাৎ হোসেন দিপু এবং এনামুল হক বিজয় মিলে ইনিংস উদ্বোধন করতে নামেন।
এই দুই ব্যাটার মিলে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মোহামেডানের বিপক্ষে।উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করার পর ২১ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে দিপু সাজঘরের পথ ধরেন।
তিন নম্বরে নামা ইশ্বরান খুব বেশি সুবিধা করতে পারেননি। ৫ বলে মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।একপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যাওয়া বিজয়ের সাথে ক্রিজে যোগ দেন মোহাম্মদ মিঠুন।
এই দুজন মিলে বড় জুটি গড়ে দলকে এগিয়ে যাচ্ছিলেন। তবে মাঝখানে ছেঁদ পড়ে বিজয় সাজঘরের পথ ধরলে। শতক থেকে মাত্র ৬ রান দূরে থেকে ব্যক্তিগত ৯৪ রানে সোহরাওয়াররী শুভর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন বিজয়।
এই ৯৪ রান করতে বিজয় খেলেছেন মোট ৯৩টি বল।বিজয় সাজঘরে ফিরে গেলেও অর্ধশতক হাঁকানো মোহাম্মদ মিঠুন আরও কিছু সময় থিতু ছিলেন ক্রিজে।
৭৩ বল মোকাবেলায় মোহাম্মদ মিঠুন ৬০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। সেট দুই ব্যাটার চলে গেলেও ব্যাট হাতে আবারও দলের সংগ্রহ বড় করছেন শামসুর রহমান শুভ এবং নাসির হোসেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ৩৯ ওভার শেষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান। নাসির অপরাজিত আছেন ২৬ রান নিয়ে এবং তার সাথে শামসুর রহমান অপরাজিত রয়েছেন ১৮ রান নিয়ে।