ব্যাট হাতে ঝড় তুলে রান পাহাড় গড়ল নাসির ও এনামুল বিজয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার দেখা মিলল তিন সেঞ্চুরির। একদিনেই শতক হাকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসাইন,

এনামুল হক বিজয় এবং ইমরুল কায়েস।শুক্রবার ডিপিএলে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং রুপগঞ্জ টাইগার্স।

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক শুরুর দিকে দুই টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বসলেও ব্যাট হাতে দলকে এগিয়ে নিতে থাকেন এনামুল হক বিজয় ও নাসির হোসেন।

এই দুই ব্যাটারই দেখা পেয়েছেন শতকের। আগের ম্যাচেও এই দুইজন ব্যাট হাতে জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেছিল।

এদিন ইনিংসের ৩৭তম ওভার পর্যন্ত ক্রিজে থিতু হয়ে শতক হাঁকান বিজয়। ১০৮ বলে শতক পূর্ণ করা বিজয় সাজঘরের পথ ধরেন ১২৫ বলে ১২৭ রান করে।

আরেক ব্যাটার নাসির হোসেন শতকের দেখা পেতে অপেক্ষা করেন ইনিংসের ৪২তম ওভার পর্যন্ত। তবে ফরহাদ রেজার বলে দুই রান নিতে গিয়ে চোট পেলে নাসির অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ১০২ বলে ১০৪ রান করে।

তার এই ইনিংসে ছিল ১৩টি চার ও দুইটি ছয়ের মার।অন্যদিকে দিনের আরেক ম্যাচে শতকের দেখা পেয়েছেন ইমরুল কায়েসও। এই ম্যাচে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রথমে ব্যাটিং করতে নামা শেখ জামালের ওপেনার সৈকত আলি এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তবে অধিনায়ক ইমরুল কায়েস সাইফ হাসানের সাথে জুটি বেধে দলকে এগিয়ে নিতে থাকেন।

দায়িত্বশীল ব্যাটিং করে রূপগঞ্জের বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিতে থাকেন এই দুই ব্যাটার।৫৭ বলে অর্ধশতক হাঁকানো সাইফ হাসান ৭৯ বলে ৭৮ রান করে সাজঘরের পথ ধরলেও ব্যাট হাতে অবিচল ছিলেন কায়েস।

ইনিংসের ৪১তম ওভারে এসে শতকের দেখা পান কায়েস। এই শতক হাঁকাতে কায়েস খেলেন ১২৭ বল। মাঠ ছাড়ার আগে কায়েস খেলেন ১২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।