ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের তৃতীয় ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের তৃতীয় ওভারেই মাত্র ১ রান করে সাঝঘরে ফিরেন পারভেজ হোসেন ইমন।
এরপর ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সৌম্য সরকার। তিনিও ব্যর্থ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন। ১২ বলে ৭ রান করে আবু হায়দার রনির দ্বিতীয় শিকার হন সৌম্য।
এদিকে ক্রিজে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ হাফিজ। রনি তালুকদারের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি।
তাদের এই জুটিতে আঘাত হানেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২৮ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন হাফিজ।
অন্যদিকে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন রনি। তবে ৫৮ রান করে আশরাফুলের বলে বোল্ড হন তিনি। রনি বাদে বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
দলের ব্যাটিং বিপর্যয়ে সামলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহামেডানের সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান।