ভাই আমাকে দিয়ে একের পর এক নাটক করাচ্ছেন: আশরাফুল

এক সময় দেশের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে আবারও ছোটপর্দায় দেখা যাবে। ঈদের সাত পর্বের বিশেষ নাটক ‘টিম বরিশাল’-এ অভিনয় করেছেন তিনি।

নাটকটির গল্প ভাড়ায় খেলতে যাওয়াকে কেন্দ্র করে। বরিশালে ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলতে গিয়ে এক অসৎ ব্যক্তির খপ্পরে পড়েন এই ক্রিকেটার।

এ নিয়েই ঘটতে থাকে মজার মজার ঘটনা।এদিকে কালেভাদ্রে নাটকে অভিনয় করেন ক্রিকেটার আশরাফুল। কখনো অতিথি চরিত্রে, কখনো দু–চারটি দৃশ্যে দেখা যায় এই খেলোয়াড়কে।

তবে অভিনয় করবেন এটা কখনো ভাবেন না। তিনি এই প্রথম ঈদের নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘আমি তো নাটকের মানুষ নই।

ক্রিকেট খেলা আমার পেশা। এখানেই গভীর মনোযোগ রাখতে চাই। আর পরিচালক তারিক হাসান ভাই আমাকে দিয়ে একের পর এক নাটক করাচ্ছেন।

কখনো আমাকে অভিনয়ের নিয়মিত করতে চাইছেন। তবে ক্রিকেটের বাইরে আমি অন্য কিছু ভাবি না। পাশাপাশি অভিনয় করছি।’এ বিষয়ে পরিচালক তারিক হাসান বলেন, ‘আশরাফুলকে নিয়ে নাটক নির্মাণের অভিজ্ঞতা অনেক পুরোনো।

শুটিংয়ের সময় বারবার মনে হয় সেই ক্যাপ্টেন আশরাফুলকে নিয়েই শুটিং করছি। সেই সময়ের ক্রিকেটের দিনগুলোর কথাই ঘুরেফিরে আসে।

তখন আশরাফুলকে নিয়ে শুটিং করার সময় যে আগ্রহ দেখতে পেতাম, এখনো আশরাফুলকে নিয়ে সেই একই রকম আগ্রহ। এটা শুটিংয়ের সময় দর্শকদের আগ্রহ দেখে বুঝতে পারি। তবে দীর্ঘ ১২ বছরে আশরাফুল অভিনয়ে আরও দক্ষ হয়েছেন।’

এদিকে ঢাকার আশুলিয়া, উত্তরা, গাজীপুরে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক জানান, গল্পে আটকে পড়া আশরাফুলকে তার ভক্তরাই উদ্ধার করে। নানা হাস্যরসের মাধ্যমে গল্পটিতে বার্তা দেওয়া হয়েছে। এটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে। আরও অভিনয় করেছেন ওয়ালিউল রুমি, মিহি আহসান, রাশেদ সীমান্তসহ আরও অনেকেই।