টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট হারায় সফরকারীরা।
আকেল হোসেন অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার ডেভন থমাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করা মুনিম শাহরিয়ার।
ডানহাতি এই ব্যাটার ফেরার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন এনামুল হক বিজয়।
তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম তিন ওভারে ৩২ রান তোলে বাংলাদেশ। তবে সাকিব ও বিজয়ের জুটি ভাঙেন ওবেড ম্যাককয়।
বাঁহাতি এই পেসারের প্রথম বলে চার মারলেও তৃতীয় বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বিজয়। তৎক্ষণাৎ রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার। নিজের ফেরার ম্যাচে ১৬ রান করেছেন বিজয়।
একাদশে নেই তাসকিন, খেলছেন বিজয়
টেস্ট সিরিজে শেষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে থেকে ডমিনিকায় হানা দিয়েছে বৃষ্টি। অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে টস হতে বিলম্ব হয়েছে।
এদিকে বাংলাদেশ সময় সাড়ে ১১ টায় সময় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে গেলেও সুখবর মেলেনি।মাঠ নিয়ে সন্তুষ্ট হতে না পারায় সাড়ে ১২ টা সময় আবারও মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা।
নতুন খবর বাংলাদেশ সময় ১২ টা ৪৫ মিনিটে টস হবে এবং খেলা শুরু হবে ১ টা ১৫ মিনিটে। বৃষ্টির কারণে অনেকটা সময় ভেস্তে যাওয়ায় প্রতি ইনিংস মাঠে গড়াবে ১৬ ওভারে।
এদিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের একাদশে রাখা হয়েছে ৩ স্পিনার ও ২ পেসার। লম্বা সময় পর বাংলাদেশের একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি তাসকিন আহমেদের।
বাংলাদেশ – মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ- কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামাহ ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকেল হোসেন, ওবেড ম্যাককয় এবং হেইডেন ওয়ালশ।