ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের জন্য ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন রাশিদ খান

এখন খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্থান। নতুন করে সরকার গঠনের পর ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্থানে।

এরপর বুধবার ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তানের।প্রাণ গেছে হাজার মানুষের।

এ অবস্থায় অনুদান দিয়ে বিপর্যস্ত দেশের মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন দেশটির অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান।

এদিকে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে উল্লেখ করে টুইটারে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেছেন রশিদ।

একটি তহবিল করতে ইতিমধ্যে নিজেই উদ্যোগ নিয়েছেন রাশিদ খান।টুইটারে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আপনারা সবাই জানেন যে আফগানিস্তান একটি ভূমিকম্পে বড় ধরনের আঘাত পেয়েছে।

পরিণতিতে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন, অনেকে আহত, আরও অনেকে ভুগছেন।”তিনি বলেন, “অব্যশই আপনাদের সমর্থন হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো ধরনের অবদান এই মহৎ উদ্যোগে খুব গুরুত্বপূর্ণ।

আমি তিন খেলোয়াড় শহীদ আফ্রিদি, হার্দিক পান্ডিয়া ও ডিজে ব্রাভোকে মনোনীত করতে চাই একটি ভিডিও তৈরি করে এই মহৎ উদ্যোগকে সমর্থন করার জন্য।”