মাহমুদউল্লাহের সাথে বিসিবির বৈঠক শেষে নতুন ঘোষণা

দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং অধিনায়কত্বে তেমন কার্যকর ভূমিকা রাখতে না পারায় তাকে আর এ দায়িত্বে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস,

জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৈঠক শেষে সন্ধানাগাদ আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।শোনা যাচ্ছে, নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে সাকিব আল হাসানকে।

তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হবে নুরুল হাসান সোহান বা লিটন দাসকে।তবে জিম্বাবুয়ে সফরে সহ-অধিনায়কই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে গুঞ্জন রয়েছে, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হবে মাহমুদউল্লাহকে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে ফর্মের কারণেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। সত্যিই তিনি দলে জায়গা হারান কি না, সেটি জানা যাবে হয়তো সন্ধ্যায়।