মুমিনুলকে একাদশে না রাখার কারণ জানেন না পাপন

সেন্ট লুসিয়া টেস্টে মুমিনুল ‘বাদ পড়েছেন’ নাকি ‘বিশ্রামে’ রয়েছেন তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা।আগের সিরিজে কিংবা এক ম্যাচ আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক,

অথচ সেন্ট লুসিয়া টেস্টে একাদশেই নেই মুমিনুল হক। অ্যান্টিগা টেস্ট শেষে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান মুমিনুলকে ফর্মে ফেরানোর জন্য বিশ্রাম দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

তবে সেন্ট লুসিয়া টেস্টে মুমিনুল ‘বাদ পড়েছেন’ নাকি ‘বিশ্রামে’ রয়েছেন তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা।সর্বশেষ ৯ ইনিংসেই মুমিনুল দুই অঙ্কের রানের দেখা পেতে ব্যর্থ হয়েছেন।

ফর্ম হারানোয় অনেকেই তাকে একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছিলেন। শেষপর্যন্ত সেন্ট লুসিয়া টেস্টে মুমিনুলের জায়গায় নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

মুমিনুল বিশ্রামে রয়েছেন নাকি বাদ পড়েছেন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, মুমিনুলের একাদশে না থাকার কারণ তিনিও জানেন না এখনও।

বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু খেলা এখনও চলছে… এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি জানি না। আমি জানতাম একজন ড্রপড হবে। কে- এটা জানি না।

ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। ম্যাচ শেষ হলে অবশ্যই জানব।’মুমিনুলের ব্যাটে রান না থাকলেও তাকে ফর্মহীন ভাবতে নারাজ বোর্ড প্রধান।

তিনি মনে করেন, শীঘ্রই মুমিনুল আবারও আগের রূপে ফিরবেন। পাপন বলেন, ‘মুমিনুল রান পাচ্ছে না, এখানে মানসিক কিছু ব্যাপার আছে।

টেকনিক বা ফর্ম নিয়ে আমি চিন্তা করছি না। তবে ও যে ধরনের খেলোয়াড়, সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি যার আছে; এত ভালো না হলে তো ওকে অধিনায়কত্ব দেওয়া হত না। ওর মত একটা ভালো খেলোয়াড় এখন রান পাচ্ছে না। আমি নিশ্চিত, খুব শীঘ্রই ও ফুল ফর্ম নিয়ে ফিরে আসবে এবং রান করবে।’