মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে বিশেষ পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি

আইপিএলের এবারের আসরের শুরু থেকেই দারুন বোলিং করে সবার নজর কেড়েছেন মোস্তাফিজ।

সেই সাথে দিল্লি কোচ সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং ফিজকে প্রশংসায় ভাসিছেন বারবার। এবার মোস্তাফিজকে নিয়ে কথা বললেন বিসিসিআই সভাপতি মহারাজ সৌরভ গাঙ্গুলি।

সৌরভ বলেন, ছেলেটা দারুন বল করে কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন।আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে।

কারন প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে।

কিন্তু ঠিক জায়গামতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না।’মোস্তাফিজকে নিয়ে প্রিন্স অব কলকাতা আরো বলেন,

‘ঐদিক দিয়ে ছেলেটার উন্নতি করতে হবে। তাই সেই মোতাবেক একজন সেইরকম কোচ থাকতে হবে।

ও একজন ভালো লেভেলের বোলার। আশা করি সে ভবিষ্যতে আরো উন্নতি করবে।’