আইপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস। প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হারলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে দিল্লী।
কলকাতার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামা দিল্লী ক্যাপিটালসকে দুর্দান্ত শুরু এনে দেন পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার। এই দুই ব্যাটার মিলে দলকে ভালো শুরু এনে দিলে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলে পৃথ্বী সাজঘরে ফিরে গেলে।
৪৫ বলে ওয়ার্নারের ৬১ রানের পর ২৭ রান করেন অধিনায়ক রিশাব পান্তও। শেষের দিকে ক্যামিও ইনিংস খেলেন অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর।
অক্ষরের ১৪ বলে ২২ এবং শার্দূলের ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২১৫ রানের পুঁজি পায় দিল্লী।জবাবে খেলতে নামা কলকাতা শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে।
তবে শ্রেয়াস আইয়ার এবং নিতিশ রানা ব্যাট হাতে চেষ্টা চালিয়েছিলেন। আইয়ার ৫৪ ও রানা ৩০ রান করলেও বাকি ব্যাটাররা বড় স্কোরের দেখা না পেলে ২ বল বাকি থাকতেই কলকাতা অলআউট হয় ১৭১ রানে।
ফলে তারা ম্যাচ হারে ৪৪ রানের বড় ব্যবধানে।এদিকে কলকাতার বিপক্ষে দুর্দান্ত এমন জয় তুলে নেয়ার পর দিল্লীর অধিনায়ক রিশাব পান্ত কৃতিত্ব দিয়েছেন নিজ দলের ব্যাটিং বোলিং দুই বিভাগকেই।
ম্যাচ শেষে পান্ত বলেন, ‘’আগে ফিল্ডিং করতে হলেও আমরা খুব একটা ভাবিনি। আমরা ব্যাটিং ইউনিট দিয়েই প্রতিপক্ষকে চাপে রাখতে চেয়েছিলাম।
এই কন্ডিশনে শিশির না থাকলে ১৭০-১৮০ করাটা যথেষ্ট। তবে ২০০ করাটাও খুব বড় স্কোর নয়। কুলদিপ এক বছর ধরেই কাজ করে যাচ্ছে কিন্তু যথেষ্ট সুযোগ পাচ্ছিলো না।
আমরা তাকে সমর্থন দিয়েছি এবং সে তা কাজে লাগিয়েছে। গতি ধরে রাখতেই আমরা অক্ষরকে পাঠিয়েছিলাম। আমরা খুব বেশি উইকেট হারালেও শরফরাজকে আটকে রাখতে চেয়েছিলাম।‘’