আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লী ক্যাপিটাস মুখোমুখি হয়েছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর। জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালসকে।
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট হারায় দলীয় ১৩ রানে।
তবে এরপর দেখেশুনে ব্যাট চালাতে থাকেন বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।কোহলি ১৪ বল মোকাবেলায় ১২ রান করে রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরে এগেলেও ম্যাক্সওয়েল একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন।
৩৪ বলে ৫৫ রান করে ম্যাক্সওয়েল সাজঘরে ফিরে গেলে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদ খানিকটা সময় নিয়ে ক্রিজে সেট হন। তবে সময় গড়ানোর সাথে সাথে রানের গতিও বাড়াতে থাকেন এই দুই ব্যাটার।
মুস্তাফিজের এক ওভারেই ২৮ রান নিয়ে দীনেশ কার্তিক যেন আরও খ্যাপাটে ব্যাটিং করেন এদিন। ৩৪ বল মোকাবেলায় ৫টি ছক্কা ও সমান সংখ্যক চারের সাহায্যে কার্তিক অপরাজিত থাকেন ৬৬ রান করে।
সেই সাথে শাহবাজের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু।
বল হাতে মুস্তাফিজ ৪ ওভারে ৪৮ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি।১৯০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে এদিন শুরুটা দুর্দান্ত করেন দিল্লী ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার এববং পৃথ্বী শ।
এই দুই ব্যাটার মিলে গড়েন ৫০ রানের জুটি। এই জুটি বিচ্ছিন্ন হয় ১৩ বলে ১৬ রান করে পৃথ্বী সাজঘরে ফিরে গেলে।ডেভিড ওয়ার্নার অবশ্য লড়াই চালিয়ে গিয়েছিলেন বেশ খানিক সময়।
৩৮ বলে ৬৬ রান করে ওয়ার্নার সাজঘরে ফিরে গেলে অধিনায়ক রিশাব পান্তও খেলেন ১৭ বলে ৩৪ রানের ইনিংস। বাকি ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি বেঙ্গালুরুর বোলারদের সামনে।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দিল্লীর ইনিংস থামে ১৭৩ রানে। ফলে মাত্র ১৬ রানে ম্যাচ হারে তারা।
এদিকে এমন হারের পর দিল্লীর অধিনায়ক রিশাব পান্ত জানিয়েছেন মাঝখানের ওভারগুলোতে রান করতে পারলে ইতিবাচক ফলাফল আসতে পারত।
পান্তের ভাষ্য, ‘’ওয়ার্নার অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। মাঝখানের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি আমরা। মার্শকে দোস দিতে চাই না কারণ এটা তার প্রথম ম্যাচ। তাকে বিবর্ণ লাগছিল কিন্তু এটা খেলারই অংশ। আমার মনে হয় আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। দীনেশ কার্তিক একাই সব করছিল। আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই।”