আবারও জয়ে ফিরেছে মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালস। পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজকীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লী। পাঞ্জাবকে হারিয়ে এবারের আসরে তৃতীয় জয় তুলে নিল দিল্লী ক্যাপিটালস।
পাঞ্জাবের বেধে দেয়া ১১৬ রানের ছোট লক্ষ্যে খেলতে নামা দিল্লীর হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন ডেভিড ওয়ার্নার অ পৃথ্বী শ। এই দুই ব্যাটারই মূলত আগ্রাসী ব্যাট চালিয়ে দলকে ভালো শুরু এনে দেন।
ওপেনিং জুটিতে ৮৩ রান যোগ করার পর এই জুটিতে ছেঁদ পড়ে ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে পৃথ্বী শ বিদায় নিলে।
ম্যাচের বাকি সময়টাতেও ওয়ার্নারের কাছে যেন অসহায় ছিল পাঞ্জাবের বোলাররা। ৩০ বল মোকাবেলায় ওয়ার্নারের অপরাজিত ৬০ রানে ভর করেই মাত্র ১০ ওভার ৩ বলে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লী।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা পাঞ্জাব কিংসের হয়ে দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ১৫ বল মোকাবেলায় এই ব্যাটার ২৪ রান করে মুস্তাফিজের শিকারে পরিণত হলে মিডল অর্ডারে কেবল জিতেশ শর্মা টিকে ছিলেন।
২৩ বল মোকাবেলায় জিতেশের ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে পাঞ্জাব কিংসের ইনিংস থামে মাত্র ১১৫ রানে। বল হাতে মুস্তাফিজ ১টি ও ২টি করে উইকেট নেন কুলদিপ যাদব, ললিত যাদব, অক্ষর প্যাটেল ও খলিল আহমেদ।
এদিকে পাঞ্জাবের বিপক্ষে এমন জয়ের পর দিল্লীর অধিনায়ক রিশাব পান্ত জানিয়েছেন দলের কোভিড পরিস্থিতির কারণে মনঃসংযোগে কিছুটা ব্যাঘাত ঘটলেও তা কাটিয়ে জয় তুলে নিতে পেরেছে তার দল।
ম্যাচ শেষে পান্ত বলেন, ‘’আমরা কিছুটা বিভ্রান্তিতে ছিলাম সকালে যখন জানতে পারি টিম শেফার্ট কোভিড পজিটিভ হয়েছে। কিছুটা বিভ্রান্তি ও নার্ভাস ছিলাম কিন্তু টিম মিটিংয়ে আমরা নিজেদের ফোকাস কিভাবে ঠিক রাখা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।
দলে সবাই জানে তাদের ভূমিকা কি। আমি প্রতি ম্যাচেই উন্নতি করতে চাই, আর আমি জানি এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। ফলাফল আমরা ভুল থেকে শিখতে পারি। এই উইকেটে আমার মনে হয়েছিল বল একটু থেমে থেমে যাচ্ছে তাই স্পিনারদের বেশি ব্যবহার করেছিলাম।‘’